ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

আকরামের পদত্যাগ করার সুযোগ নেই: পাপন

দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমের সামনে এসেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না, এসে জানিয়েছিলেন সেটাই। বলেছিলেন বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।


বুধবার (২২ ডিসেম্বর) বিসিবিতে জরুরী সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আকরাম খান ইস্যুতে কি সিদ্ধান্ত নেয়া হলো তা জানতে উৎসুক গণমাধ্যমকর্মীরা। বিসিবি সভাপতি এসেই জানালেন, নতুন কোনো কমিটিই নেই। তাই আকরামের পদত্যাগ করারও সুযোগ নেই।


পাপনের ভাষ্য, ‘আমরা তো নতুন কমিটিই গঠন করিনি, ও (আকরাম) চাকরি ছাড়বে কি? ও বলেছে আপনি যদি বলেন তাহলে আমার থাকতে আপত্তি নাই। তাই আকরামের পদত্যাগ করারও সুযোগ নেই।'


সেইসঙ্গে বিসিবি সভাপতি জানিয়েছেন, আকরাম খান তার পদে অনেক বেশী সফল। আকরামের সঙ্গে কথা বলে বিসিবি সভাপতির মনে হয়েছে যে, আকরামের কাজের চাপ কিছুটা বেশী হয়ে যাচ্ছে, পরিবারকে সময় দিতে পারছেন না। সে কারণে হয়ত অন্য কোনো পদে থাকতে চান আকরাম।


পাপন বলেন, ‘ও মনে করে অপারেশন্সে যেই সময়টা দেয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। অন্য কোনো পদে দিলে তার কোনো আপত্তি নাই। থাকব না এমন কিছু বলেনি। এমনকি এটাও বলেছে আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল।’


আগামী ২৪ ডিসেম্বর গঠন করা হবে নতুন কমিটি। তখনই আকরাম ইস্যুতেও সিদ্ধান্ত নেয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন বিসিবি বস। তিনি বলেন, ‘এখনও এটা নিয়ে আমি চিন্তাই করিনি। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করবে না। এমন কিছুই না। সে শুধুমাত্র তার সমস্যার কথাটাই বলেছে। ২৪ তারিখে দেখা যাক, কি সিদ্ধান্ত নেয়া যায়।’


প্রসঙ্গত, সম্প্রতি আকরামের খানের স্ত্রী সাবিনা আকরামের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই পোষ্টের মাধ্যমে আকরামপত্মী জানিয়েছিলেন, পারিবারিক কারণেই ক্রিকেট অপারেশন্সে না থাকার সিদান্ত নিয়েছেন আকরাম।

ads

Our Facebook Page